প্রকাশিত হল ফিফার বর্ষসেরা ফুটবলাদের নামের ১০ জনের প্রাথমিক তালিকা। গতকাল ২০১৯ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর জন্য ১০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফিফা। ১০ জনের তালিকায় মেসি-রোনাল্ডা থাকলেও স্থান পেলেন না নেইমার-গ্রিজম্যান থেকে গতবারের বর্ষসেরা লুকা মদ্রিচ।
২০১৮ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার লুকা মদ্রিচের গত মরশুম একেবারেই ভালো যায় নি। ২০১৯ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় তাই জায়গা হয়নি এই ক্রোট তারকার। সেরা দশে জায়গা হয়নি ব্রাজিলিয় তারকা নেইমারের। চোটের জন্য মরশুমের অনেকটা সময় মাঠের বাইরেই ছিলেন তিনি। খেলেননি কোপা আমেরিকাতেও। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুলের তিন জন ফুটবলার- সাদিও মানে, সালাহ এবং ভার্জিল ভন ডাইক জায়গা করে নিয়েছেন ১০ জনের তালিকায়।
জুভেন্তাসকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলেও সেরি-আ লিগ জয়ে বড় ভূমিকা নেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্তাসের জার্সিতে লিগে ২১টি, সবমিলিয়ে রোনাল্ডোর ২৮টি গোল রয়েছে গত মরশুমে। সি আর সেভেনের নেতৃত্বে উয়েফা নেশন্স লিগও জেতে পর্তুগাল। এই তালিকায় স্থান পেয়েছেন গত মরশুমে বেশ ভালো খেলা মেসিও।