‘কাটমানি’ ইস্যুতে যখন মমতা সরকারের বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছে বিজেপি, ঠিক তখনই বেজায় অস্বস্তিতে পড়লেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু। বিজেপি নেতার খাসতালুকেই কাটমানি আদায়ের নামে পোস্টার পড়ল মুকুল রায় ও তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহ্স্পতিবার সকালে কাঁচরাপাড়ার ঘটক রোড ও থানা পাড়া মোড়ে এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার পড়েছে।
বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল রায়ের বাড়ির এলাকা কাঁচড়াপাড়ার ঘটক রোড ও থানাপাড়া মোড়ে কাটমানির পোস্টার দেখা যায়। নেতার বাড়ির আশপাশেও ছিল পোস্টার। পোস্টারে কাঁচড়াপাড়ার মানুষের থেকে কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। পোস্টারে স্পষ্ট মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নাম লেখা রয়েছে। কাঁচড়াপাড়ার মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে পোস্টারে। পোস্টারগুলিতে লেখা রয়েছে, ‘বাবা-ছেলে চিটিংবাজি করেছে কাঁচরাপাড়া জুড়ে। কাঁচরাপাড়ার জনগণের কোটি কোটি টাকার হিসাব দিতে হবে। মুকুল রায় ও শুভ্রাংশু রায় প্রস্তুত হও’।
স্বাভাবিকভাবেই নিজের এলাকায় এহেন পোস্টারে বেজায় অস্বস্তিতে মুকুল-শুভ্রাংশু। বাবার পর কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন ছেলে শুভ্রাংশু রায়। আর তাঁদের নামে তাঁদের এলাকাতেই পোস্টার পড়ায় অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরেও।
উল্লেখ্য, সম্প্রতি এক প্রতারণার মামলায় মুকুল রায়কে জেরা করতে চেয়ে নোটিস পাঠায় কলকাতা পুলিশ৷ বড়বাজারের ওই দুর্নীতি মামলায় এর আগে বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা৷ সেই জেরাতেই মুকুল রায়ের নাম উঠে আসে৷ এরপরই সিআরপিসি-র ১৬০ ধারায় মুকুল রায়কে নোটিস পাঠানো হয়৷ দিল্লীতে গিয়ে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা৷