আজব রাজ্যের আজব কথা। নানা রকম অদ্ভুত কাণ্ডের জন্য বারবার শিরোনামে থাকে যোগী রাজ্য। এইবার এই রাজ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটল। যা বেশ হাস্যকর । হেলমেট না পড়ায় বিদ্যুৎ দপ্তরে কর্মরত এক আধিকারিককে ৫০০ টাকা জরিমানা করেছিলেন কনস্টেবল। বদলা নিতে সেই আধিকারিক থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। ঘটনাটি সামনে আসতেই বেশ চাঞ্চল্যকর দেখা দিয়েছে। বিদ্যুৎ দপ্তরে কর্মরত ওই আধিকারিকের নাম শ্রীনিবাস। হেলমেট ছাড়াই তিনি মোটরবাইক চালাচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমকে শ্রীনিবাস বলেছেন, ‘স্থানীয় থানার প্রায় ৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বারবার বলা সত্ত্বেও বকেয়া মেটায়নি। আমাকে শিক্ষা দিতেই ট্রাফিক নিয়ম শেখানোর অজুহাতে ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ। আমি বারবার বলেছিলাম, স্থানীয় বাজারে যাচ্ছি। তাই হেলমেট পড়িনি। কিন্তু কোনও কথা শোনেনি। তাই আমরাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’
দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগমের এক আধিকারিক বলেছেন, ‘লিনপুর পুলিশ স্টেশনে বাবরার নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে বকেয়া বিদ্যুৎ বিল জমা দিন। কিন্তু দেওয়া হয়নি। আমাদের অনেক কর্মী কয়েক মাস বেতন পায়নি।’ শ্রীনিবাসের সঙ্গে পুলিশ এরকম ব্যবহার করায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা একত্রে ক্ষোভে ফেটে পড়েন। তারপরই থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও থানার তরফে জানানো হয়েছে, শ্রীনিবাস উর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে আলোচনা না করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। অবশ্য বিদ্যুৎ দপ্তরের তরফে চার ঘণ্টা পর ফের থানার বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়া হয়। এ এক অদ্ভুত বদলার গল্প শোনা গেল যোগী রাজ্যে। যা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে।