উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরেই ব্যাকফুটে গেরুয়া শিবির। বিরোধীদের চাপে পড়ে দলীয় বিধায়ক কুলদীপ সেঙ্গারকে বহিষ্কৃত পর্যন্ত করতে হয়েছে বিজেপিকে। এরই মধ্যে উন্নাও-কাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বুধবার লোকসভায় তৃণমূলের দলনেতা বলেন, ‘উত্তরপ্রদেশ হলে আইনশৃঙ্খলার বিষয় লোকসভায় তোলা যাবে না। কিন্তু বাংলার ক্ষেত্রে এই বিষয়ে কথা বলা যাবে?’ প্রসঙ্গত, উন্নাও ইস্যুতে গতকাল লোকসভায় প্রবল হট্টগোল হয়। কংগ্রেস এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতিও দাবি করেন। বিরোধীরা বিষয়টি সংসদে তুলতে চাইলেও লোকসভার স্পিকার ওম বিড়লা তার অনুমোদন দেননি। প্রতিবাদে ওয়াক আউটও করে কংগ্রেস, এসপি, এনসিপি, আরএসপি।
এই পরিপ্রেক্ষিতেই সুদীপ বলেন, ‘এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি আগেই সংসদে দাবি জানিয়েছিলাম, রাজ্য সংক্রান্ত কোনও বিষয় এবং রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত কোনও বিষয় সংসদে তোলা যাবে না। এরপরেও শুধুমাত্র এক দিনে এমন তিনটি ইস্যু লোকসভায় উঠেছে, যেখানে সরাসরি বাংলার বিষয় জড়িত। তবুও তা সংসদে ওঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই ইস্যুতে আমি পরে একটি প্রতিবাদ-চিঠিও পাঠিয়েছি। কেন পশ্চিমবঙ্গের বিষয় তুলতে দেওয়া হচ্ছে, অথচ উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত বিষয় তুলতে দেওয়া হচ্ছে না? অধীররঞ্জন চৌধুরি যে বিষয়টি তুলতে চাইছেন, সেটিও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে জড়িত। এবং উত্তরপ্রদেশের উন্নাওয়ের ওই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’