ক্যাফে কফি ডে-র কর্ণধার ভি জি সিদ্ধার্থের মৃত্যু ঘিরে টানাপোড়েন চলছিল। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে আরও রহস্য দানা বেঁধেছে। এইবার এই ঘটনায় কর্নাটক কংগ্রেস দায়ী করল আয়কর দফতরের দায়িত্বজ্ঞানহীন অফিসারদের।
বুধবার কর্নাটক কংগ্রেসের তরফে করা একটি টুইটে বলা হয়েছে, ‘‘ভি জি সিদ্ধার্থের আত্মঘাতী হওয়ার ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আয়কর দফতরের কর্তাদের লাগাতার হেনস্থার ফলেই এই ঘটনা ঘটেছে। যে ভাবে আয়কর হানাদারির জুজু দেখানোর ঘটনা বাড়ছে উত্তরোত্তর, তাতে শিল্প ও ব্যবসার অবনমন ঘটছে। যার প্রভাব পড়ছে অর্থনৈতিক বিকাশের উপর।’’ সিদ্ধার্থ প্রাক্তন বিদেশমন্ত্রী ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের জামাই।
কর্নাটক কংগ্রেসের তরফে করা টুইটে এও জানানো হয়েছে, পূর্বতন ইউপিএ জমানায় সিদ্ধার্থের সংস্থার ব্যবসা বেড়ে উঠলেও, কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ার পরেই নানা কৌশলে ওই ব্যবসার উপর নজরদারি শুরু করে। শুরু হয় নানা ধরনের অত্যাচার। যার অন্যতম আয়কর হানাদারি ও নানা রকমের হেনস্থা। তার ফলে, সংস্থা গুটিয়ে ফেলতে হয় সিদ্ধার্থকে। বহু মানুষ বেকার হয়ে পড়েন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন।