বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের সাগরেদরা যে বাড়ি বয়ে এসে তাঁদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, তাতে প্রাণঘাতী হামলার একটা আশঙ্কা ছিলই উন্নাওয়ের নির্যাতিতার। সেই আশঙ্কা থেকেই এ মাসের ১২ তারিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যেমন চিঠি লিখে জানিয়েছিলেন ধর্ষিতার মা, বোন ও কাকিমা। তেমনি ওই বিধায়কের হাত থেকে বাঁচতে পুলিশের কাছে বারবার আবেদন জানিয়েছিলেন ওই নির্যাতিতা তরুণী স্বয়ং। এবং তা এ-দু’বার নয়, অন্তত ৩৩ বার! কিন্তু এতবার আবেদন করেও তিনি কোনও উত্তর পাননি বলে অভিযোগ।
অভিযুক্ত ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করার পরেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এদিন জানা গেছে যে, সেঙ্গার তাঁকে বারবার হুমকিও দিচ্ছিলেন। সেই কারণেই তার হাত থেকে বাঁচতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পর্যন্ত চেয়েছিলেন ওই নির্যাতিতা। কিন্তু পুলিশ এই বিষয়ে কোনও কর্ণপাত করেনি। এমনকি এসপি’র দ্বারস্থ হয়েও কোনও ফল পাননি ওই তরুণী। এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। এমনিতেই বিরোধীদের চাপে পড়ে বিজেপি অভিযুক্ত বিধায়ক সেঙ্গারকে বরখাস্ত পর্যন্ত করে। এবার নিযার্তিতার এই দাবি ঘিরে আরও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।