বাংলায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ড কাপ। অংশগ্রহণকারী সমস্ত দলেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২ আগস্ট ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে মোহন বাগানকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য তৈরি মহমেডান স্পোর্টিং কোচ সুব্রত ভট্টাচার্য। শুধু তাই নয়, মোহনবাগানের বিরুদ্ধে সম্ভাব্য একাদশও প্রায় তৈরি।
সুব্রতর প্রথম একাদশ প্রায় তৈরি। গোলে খেলবেন মণিরূপ জামাল। স্টপারে করিম ওমোলাজার সঙ্গে রেনবো থেকে আসা সুজিত সাধু। দুই সাইড ব্যাক হলেন হীরা মণ্ডল ও কামরন আকমল। গোকুলাম এফ সি থেকে আসা উগান্ডার মুসা মেডে মাঝমাঠে মহমেডানের বড় ভরসা। এছাড়া মাঝমাঠে রয়েছেন তীর্থঙ্কর সরকার, সত্যেন শর্মা, প্রসেনজিৎ চক্রবর্তী, অ্যান্টনি সোরেন প্রমুখ। আপফ্রন্টে খেলবেন আইভরি কোস্টের দীর্ঘদেহী স্ট্রাইকার আর্থার। ডুরান্ডে নথিভুক্ত চার বিদেশির মধ্যে খেলানো যাবে তিনজনকে। তাই দলের অপর বিদেশি স্ট্রাইকার চার্লস খেলবেন পরিবর্ত হিসাবে। মূলত ৪-১-৪-১ পদ্ধতিতে দল সাজাচ্ছেন সুব্রত।
৭৩ বছর পর ২০১৩ সালে অপ্রত্যাশিতভাবে ডুরান্ডে চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান স্পোর্টিং। মিডফিল্ডার অ্যান্টনি সোরেন সেবার ডুরান্ড সেমি-ফাইনাল ও ফাইনালে গোল করে নায়ক হয়ে গিয়েছিলেন। অ্যান্টনিকে এবার সুব্রত হয়তো একটি অর্ধে ব্যবহার করবেন। ২০১৪-১৫ মরশুমে অ্যান্টনি সোরেন ইস্ট বেঙ্গলে ছিলেন। হাঁটুতে চোট পান। লিগামেন্টে চোটের পর ফিট হয়ে আস্তে আস্তে ছন্দে ফিরছেন। অ্যান্টনি মনে করেন, প্রি-সিজন প্র্যাকটিস দারুণ হয়েছে। এই গ্রুপে মোহন বাগান ছাড়াও আছে ইন্ডিয়ান নেভি আর এটিকে। শক্ত গ্রুপ। তবে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা রাখছেন তিনি। এদিকে, ফ্রান্সিসকো গঞ্জালেসের ছাড়পত্র এসে যাওয়ায় মোহন বাগান কোচ কিবু ভিকুনার হাতেও থাকছেন চার বিদেশি।
সোমবার মোহন বাগান দিবসে পুরস্কৃত অশোক চ্যাটার্জি ও প্রসূন ব্যানার্জিকে অভিনন্দন জানাতে সন্ধ্যায় ৪৫ মিনিটের জন্য সবুজ মেরুন তাঁবুতে ছিলেন সুব্রত ভট্টাচার্য। ফুটবল সচিবের ঘরে বসেই তিনি মোহন বাগানকে চ্যালেঞ্জ জানানোর ভঙ্গিতে বললেন,‘কয়েকদিন পরই তো মোহন বাগানের বিরুদ্ধে ম্যাচ। তবুও শীর্ষ কর্তাদের আমন্ত্রণে এলাম। মোহন বাগান তাঁবুতে এলে নিজেকে তাতাতে সুবিধাও হয়। নতুন বিদেশি কোচ। ওদের চার বিদেশি আছে। আমার হাতেও চার বিদেশি আছে। লড়াই হবে।’ দেখা গিয়েছে, মোহন বাগানে সুব্রত ভট্টাচার্যর জনপ্রিয়তা অটুট। অনেক সমর্থকই সেলফি তুলেছেন তাঁর সঙ্গে। এটাই হয়তো ডুরান্ডে মোহন বাগানের বিরুদ্ধে তাঁর মোটিভেশন।