সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তাঁর নতুন কর্মসূচী ‘দিদিকে বলো’। তাঁর ঘোষণার পর থেকেই প্রতি জেলায় সব জায়গায় এই বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন দলীয় নেতা-কর্মীরা। আজ বুধবার থেকেই হাওড়ায় সমবায়মন্ত্রী অরুপ রায়ের নেতৃত্বে ‘দিদিকে বলো’ কর্মসূচী শুরু করে দিচ্ছে তৃণমূল।মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, “২৪ নং ওয়ার্ড থেকে আমরা এই কর্মসূচী শুরু করব। এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিদের থেকেও পরামর্শ চাওয়া হবে। ফের ৪ অগাস্ট ওই ২৪ নং ওয়ার্ডেই এই কর্মসূচী পালন করা হবে।
মমতার নির্দেশ পেয়ে বুধবার থেকেই জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরুপ রায়। বুধবার সকাল থেকে তিনি তাঁর নিজের বিধানসভা কেন্দ্র এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের ময়রাপাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। মানুষের সুবিধা-অসুবিধার কথা তাদের কাছে জানতে চান মন্ত্রী।
এই প্রকল্পের সূচনার দুদিনের মধ্যেই ব্যাপক সাড়াও মিলেছে রাজ্য জুড়ে। তবুও প্রচারে যাতে কোনরকম খামতি না থাকে সেদিকে লক্ষ্য রেখে দিদিকে বলো নিয়ে বুথ স্তরেও প্রচারে নেমে পরেছে তৃণমূল। কর্মী থেকে মন্ত্রী সকলেই মানুষের দ্বারে দ্বারে ঘুরে বিলি করতে নেমে পরেছেন ‘দিদিকে বলো’র লিফলেট। বুধবার এমনই ছবি ধরা পড়ল হাওড়ায়। মানুষের দরজায় দরজায় গিয়ে ‘দিদিকে বলো’র প্রচার করলেন মন্ত্রী অরুপ রায়।
গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অঙ্গ হিসেবে কার্যত এদিন থেকেই জনসংযোগের কাজে নেমে পড়েন তৃণমূলের বিধায়ক অরুপ রায়। এদিন সকালে তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা-অসুবিধার ব্যাপারে খোঁজখবর নেন। এইভাবে আগামী দিনেও এই জনসংযোগের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মন্ত্রী।