গরু হিন্দুদের মাতা। তাই গরু ভক্ষণ বা কুরবান দেওয়া যাবে না। এমনই এক নিদানে সারা দেশে উত্তাল করেছে বিজেপি ও দেশের হিন্দুবাদী দলগুলো। আর এই ইস্যু নিয়ে জেরবার হয়ে উঠেছে দেশ। গো-রক্ষকদের তান্ডবে গো-ভক্ষকদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এইবার সেই তালিকায় তেলেঙ্গানার শাসক দল টিআরএস৷ দক্ষিণ ভারতেও এই ত্রাস ছড়িয়ে পড়ল।
টিআরএস দলের মুসলিম নেতা তথা রাজ্যের পুলিশমন্ত্রী মাহমুদ আলি সাংবাদিকদের জানান, এবার কুরবানি ঈদে গরু কুরবানি নিষিদ্ধ ঘোষণা করা হবে৷ তাঁর কথায়, নিজে মুসলিম হয়েও বলছি দেশের এক বিরাট অংশ গরুকে মা হিসাবে পুজো করে তাই গরুকাটা ও গোমাংস খাওয়া বন্ধ করা উচিত মুসলিমদের৷ এজন্য রাজ্য সরকার এবার ঈদে গরু কুরবানি নিষিদ্ধ করছে৷
তিনি আরও জানান যে ২০১৮ সালে কুরবানি ঈদে দাঙ্গা হয়েছিল হায়দরাবাগে৷ তাই এবার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গরু কুরবানি নিষেধ করতে বাধ্য হয়েছে সরকার৷ তাঁর কথায়, হায়দরাবাদের চার মিনার আসলে হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিষ্ঠান ধর্মের প্রতীক৷ তাই সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের মধ্যে অন্যের ধর্মের প্রতি সহনশীলতা থাকা উচিত৷
ঈদুল আজহাতে গরু কুরবানি মুসলিমগের ধর্মীয় রীতি৷ অনেকেই এই রীতি পালন করেন৷ তবে বিজেপি ক্ষমতায় আসার পরে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে গো হত্যা নিষিদ্ধ করা হয়েছে৷ সেখানে দাঁড়িয়ে এবার প্রথম অ-বিজেপি রাজ্যে ইদে গরু কুরবানি নিষেধ করা হচ্ছে৷ এইভাবে একের পর এক রীতিতে কোপ পড়ছে বিজেপি আমলে।