লোকসভা নির্বাচনের আগে থেকে যে সন্ত্রাসের আগুন জ্বলেছিল কাঁকিনাড়ায় তা এখনও নেভেনি। মাঝেমাঝেই দুষ্কৃতীদের হামলায় ব্যাহত হয় রোজকার জীবনযাত্রা। বোমাবাজিতে কেঁপে ওঠে এলাকা। খুন হন সাধারণ মানুষ, চলে রেল অবরোধ। এবার ফের বোমাবাজির এলাকায় কেঁপে উঠল কাঁকিনাড়া। এলাকা জুড়ে চাঞ্চল্য। এই ঘটনায় সন্দেহের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
মঙ্গলবার চারটে দশ নাগাদ কাকিনাড়া দরবা লাইনে ১২ নম্বর টিনা গোডাউন এলাকা লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, এই বোমার আঘাতে তিনজন গুরুতর আহত হয়৷ পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। আর কারা এই ঘটনায় জড়িত, কেন বোমাবাজি হল, সে সব খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহতেরা হলেন কলাবতী দেবী, আকাশ বাসফোর এবং অসন্ত রজক। কলাবতী ও অসন্তের চোট গুরুতর হওয়ায় তাঁদের নদিয়ার কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তখন বিকেল সাড়ে ৫টা। রাস্তাঘাটে লোকজনের ভিড় ছিল। স্কুল-কলেজের পড়ুয়ারা কেউ কেউ ঘরে ফিরছিলেন। এমন সময়ে আচমকা ১২ নম্বর গলিতে বোমাবাজি শুরু হয়। পর পর কয়েকটি বোমা পড়ে। রাস্তা ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রাস্তায় পড়ে কাতড়াচ্ছেন তিন জন। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে। জখমদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (জোন ১) অজয় ঠাকুর জানান, এই ঘটনার পরেই পুলিশ একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে সাম্প্রতিক গোলমালের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। উল্লেখ্য, কাঁকিনাড়া-সহ ভাটপাড়া এলাকায় যে কটি সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে তার সবকটিতেই নাম জড়িয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এই তান্ডব। কবে কাঁকিনাড়া ফিরবে তার আগের চেহারায় এখন সেই আশা নিয়ে দিন গুনছেন এলাকার আতঙ্কিত বাসিন্দারা।