সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তাঁর নতুন কর্মসূচী ‘দিদিকে বলো’। তাঁর ঘোষণার পর থেকেই প্রতি জেলায় সব জায়গায় এই বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
পূর্ব বর্ধমানের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচীর রূপরেখা জানালেন তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, মুখ্যমন্ত্রী জনসংযোগ বাড়ানোর জন্য আগামী ১০০ দিনের জন্য একটি দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন। সব জনপ্রতিনিধিকে জেলার প্রতিটি গ্রামে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সংশ্লিষ্ট গ্রামের বিশিষ্ট ৫ জন ব্যক্তির সঙ্গে বৈঠক করতে হবে। প্রয়োজনে সেখানে রাত্রিবাও করতে হবে। তার ব্যবস্থাও থাকবে। এসব আগেও হয়েছিল। আবার নতুন করে করা হবে। সভার শেষে গ্রামের একটি নির্দিষ্ট স্থানে দলীয় পতাকা উত্তোলন করতে হবে। গ্রামপঞ্চায়েত স্তর থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত সকল স্তরের কর্মীদের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে।
তিনি বলেন, ‘আরও বেশি করে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে জেলার ১৮টি ব্লকে ও ৫টি পুরসভা এবং ৩৬১৪টি বুথে আমাদের পৌঁছতে হবে। এছাড়া ‘দিদিকে বলো’ স্লোগানকে সামনে রেখে দিদির সঙ্গে একটি টেলিফোন নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। ৯১৩৭০৯১৩৭০ এই নম্বরে সরাসরি মানুষ তাঁর মতামত এবং সমস্যা দিদিকে জানাতে পারবেন। এ ছাড়া সমস্যা জানানোর জন্য একটি ওয়েবসাইটও আছে।’
তৎপরতা চলছে হুগলী জেলাতেও। এদিন চুঁচুড়া বড়বাজারে জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব জানান, মোবাইল নম্বর, ওয়েবসাইট এবং মুখ্যমন্ত্রী ছবি-সহ ভিজিটিং কার্ড, ফোনের স্টিকার, হ্যান্ডবিল ছাপিয়ে তা ইতিমধ্যে বিলি শুরু হয়েছে। সকালে বৈদ্যবাটিতে তৃণমূল কাউন্সিলর সুবীর ঘোষের নেতৃত্বে জনসংযোগ যাত্রায় পথে নামেন তৃণমূল কর্মীরা।
মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি সফল করতে ঝাঁপিয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের নেতা–বিধায়করা। মঙ্গলবার ফেডারেশন হলে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন জেলা সভাপতি অজিত মাইতি। বৈঠক শেষে তিনি জানান, ২ আগস্ট থেকে বিধায়করা গ্রামে গ্রামে যাবেন। গ্রামবাসীদের সমস্যা শুনবেন। কোনও কর্মীর বাড়িতে রাত কাটাবেন। পরদিন বৈঠক করবেন। জেলার প্রায় ১১০০ গ্রামে ঘুরবেন বিধায়ক, নেতারা। নেত্রীর কথা পৌঁছে দেবেন। গ্রামবাসীদের সমস্যার কথাও নেত্রীর কাছে পৌঁছে দেবেন।
আজ বুধবার থেকেই হাওড়ায় সমবায়মন্ত্রী অরুপ রায়ের নেতৃত্বে ‘দিদিকে বলো’ কর্মসূচী শুরু করে দিচ্ছে তৃণমূল।মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, “২৪ নং ওয়ার্ড থেকে আমরা এই কর্মসূচী শুরু করব। এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিদের থেকেও পরামর্শ চাওয়া হবে। ফের ৪ অগাস্ট ওই ২৪ নং ওয়ার্ডেই এই কর্মসূচী পালন করা হবে”।