গত মরশুমেই সবাইকে চমকে দিয়ে রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেন। সেখানেও তিনি সফল। গত মরসুমে যেমন সব টুর্নামেন্ট ধরে পর্তুগিজ তারকার মোট গোল ২৮। চৌত্রিশ বছরের পর্তুগিজ তারকার রিয়ালে সাফল্যকে অবিশ্বাস্য বললেও কমিয়ে বলা হবে। স্পেনের ক্লাবের হয়ে ৪৩৮ ম্যাচে তাঁর গোল ৪৫০। সঙ্গে তিনি চার বার রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ এবং দু’বার লা লিগা জেতাতেও প্রধান ভূমিকা নিয়েছিলেন। এবার ভক্তদের বড় চমক দিলেন সিআরসেভেন। মাদ্রিদে এক অনুষ্ঠানে পুরস্কার নিতে এসে তিনি বললেন, আবার রিয়ালে ফিরতে চান।
পুরস্কার নিয়ে আপ্লুত রোনাল্ডো বলেছেন, ‘‘রিয়াল ছাড়ার খুব খারাপ লেগেছিল। রিয়াল আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অভাব আজও অনুভব করি। তবে নানা ঘাত-প্রতিঘাতের জন্য মাদ্রিদেই বেশি বছর কাটিয়েছি। আমার বাচ্চারা, মেয়ে এখানেই জন্মেছে। তাই মাদ্রিদে থাকতে না পারা আমাকে বেশি কষ্ট দেয়।’’ মাদ্রিদে পাওয়া ফুটবলে অসাধারণ আবদানের জন্য এক পত্রিকার দেওয়া পুরস্কার নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমার ব্যক্তিগত ট্রফিঘরে এই স্মারক বিশেষ জায়গা নিয়ে থাকবে। মাদ্রিদ চিরকাল আমার বিশেষ পছন্দের জায়গা। বহু জায়গায় ঘুরতে হয়। কিন্তু মাদ্রিদের মতো সুন্দর শহর খুব বেশি আমি দেখিনি।’’ রোনাল্ডো আরও বলেছেন, ‘‘জীবনে প্রচুর পুরস্কার পেয়েছি। বেশির ভাগই রিয়াল মাদ্রিদে। তা ছাড়া এটা স্পেনীয় ট্রফি। তাই এর গুরুত্ব সব সময় আলাদা। বিরাট গর্বেরও। আশা করি তাড়াতাড়ি মাদ্রিদে ফিরেও আসব।’
রিয়ালে এত সাফল্যের পরেও কেন তিনি জুভেন্তাসে চলে গেলেন জানতে চাওয়া হলে কিংবদন্তি ফুটবলারের জবাব, ‘‘ফুটবলার হিসেবে নতুন করে নিজেকে আবিষ্কার করতে চেয়েছি। এমন কোথাও খেলতে চেয়েছিলাম যেখানে নতুন করে নিজেকে উদ্বুদ্ধ করা যাবে।’’ নতুন দলেও দারুণ সফল রোনাল্ডো। গত মরসুমে যেমন সব টুর্নামেন্ট ধরে পর্তুগিজ তারকার মোট গোল ২৮। ২১টি করেন সেরি-আ’তে। মাদ্রিদের অনুষ্ঠানে ছিলেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসও। তিনিও মেনে নেন, রোনাল্ডো এখনও বিশ্বসেরা। পেরেস বলেন, ‘‘যতদিন বাঁচব ততদিন রোনাল্ডোর অভাব অনুভব করব। সবাই জানে, আমি ক্রিশ্চিয়ানোর অন্ধ ভক্ত। ও-ই বিশ্বের সেরা। এটা নিয়ে কথাই হতে পারে না। তাই আজকের অনুষ্ঠানে আমি কী করে বা না এসে থাকতে পারি?’’