শাসক দলের চোখ রাঙানিতে না ডরে প্রকাশ্যে যোগী রাজ্যের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার সাহস দেখিয়েছিলেন তিনি। রবিবার উন্নাওয়ের সেই ধর্ষিতা তরুণীকেই পিষে দেওয়ার চেষ্টা করে একটি ট্রাক। যাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ তাঁর পরিবার। এই ঘটনা নিয়েই এবার বিজেপিকে তীব্র আক্রমণ করল বিরোধীদলগুলি। মঙ্গলবার লোকসভার অধিবেশন শুরু হলে, উন্নাও ইস্যুতে প্রথমেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগে কংগ্রেস।
তাদের তরফে বলা হয় উন্নাওয়ের ঘটনার জন্য ‘দেশের মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছে’। এ ঘটনাকে নাগরিক সমাজের ‘কলঙ্ক’ উল্লেখ করে সঠিক ‘সিবিআই তদন্তে’র দাবিও করে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা। শুধু তাই নয়। আজ সংসদের অধিবেশন শুরুর আগেই গান্ধী মূর্তির পাদদেশে উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভে তৃণমূল সাংসদদের পাশে ছিলেন ডিএমকে, বসপা এবং সপার সাংসদরাও। প্ল্যাকার্ড হাতে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা।
প্রসঙ্গত, রবিবার উত্তরপ্রদেশের উন্নাও থেকে রায়বরেলী যাওয়ার পথে একটি ট্রাক ধাক্কা মারে ওই ধর্ষিতার গাড়িতে। ঘটনায় মৃত্যু হয়, নির্যাতিতার দুই আত্মীয়া। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ধর্ষিতা ও তাঁর আইনজীবী। এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে খুন (৩০২), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৫০৬ (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ নাম রয়েছে কুলদীপের ভাই মনোজ-সহ আরও ৮ জনের। যাঁরা সকলেই বিজেপির নেতা-কর্মী-সমর্থক বলে জানা গেছে।