শোনা গিয়েছিল, তিন তালাক বিল লোকসভায় পাশ হওয়ার পর আগামী শুক্রবার রাজ্যসভায় পেশ হতে পারে। কিন্তু তা তিন দিন এগিয়ে এসেছে। অর্থাৎ আজ মঙ্গলবারই কেন্দ্রের তরফে পেশ করা হতে পারে তিন তালাক বিল।
তবে অনেক বিরোধী দল বলেছে হিন্দু আইনে বিবাহ-বিচ্ছেদ ফৌজদারি অপরাধ নয়, খ্রিস্ট ধর্মেও নয়, তাহলে শুধুমাত্র মুসলিম আইনেই কেন হবে। বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও ওঠে। ফৌজদারি দণ্ডবিধি নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল। দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওয়াকআউট করেন সাংসদরা। বিলের বিরোধিতা করে ওয়াকআউটে শামিল হন বিজেডি সাংসদরাও। এই বিলের সপক্ষে ভোট পড়ে ৩০২টি এবং বিপক্ষে ৮২ টি।
তবে এইবার চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে শাসক দলের জন্য। কারণ লোকসভার মতো রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। তাই বিরোধীদের সমর্থন ছাড়া বিল পাশ কার্যত অসম্ভব। গত বৃহস্পতিবার প্রায় দিনভর বিতর্কের পর লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে তিন তালাক বিল। মুসলিম শরিয়তি আইনে স্বামী তিন বার তালাক দিলেই সেটা বৈধ। এই প্রথাকে বলা হয় ‘তালাক এ বিদ্দত’। যা এখন ফৌজদারি অপরাধ হিসেবে গ্রাহ্য।