আবার ছাত্র সংঘর্ষ রাজ্যে। এপিসি কলেজের পর এইবার দুর্গাপুর। এবিভিপির স্মারকলিপি জমা ঘিরে সংঘর্ষ বাঁধে। এবিভিপি ছাত্র- ছাত্রীদের তান্ডবে উত্তপ্ত হয়ে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়।
মঙ্গলবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে এবিভিপি-র স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। সেই মোতাবেক আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল কলেজ ক্যাম্পাসে। তবুও উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এবিভিপির সদস্যরা কলেজের গেটে কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানি করে। তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন টিএমসিপির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কলেজে কলেজে এইভাবে গেরুয়া শিবিরের তান্ডবে তটস্থ হয়ে উঠছে সাধারণ ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা।