ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বারবার বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানিয়েছে বিরোধীরা। এবার সত্যি হল বিরোধীদের সেই অভিযোগই। রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে ব্যালট পেপার। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ব্যালট পেপারটির নম্বর ০২৯৯৪। ব্যালট পেপারটিতে প্রিসাইডিং অফিসার জনৈক দীপক বৈদ্যর সইও রয়েছে।
৩১ শে জুলাই বুধবার ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের গণনা। এমনিতেই ২৭ তারিখ ভোটের আগেই ত্রিপুরার ৮৬ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে বিজেপি। মাত্র ১৪ শতাংশ আসনে ভোট হয়েছে। সেখানেও নির্বাচনের নামে কার্যত প্রহসন হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি।
সন্ত্রাস যে কী মাত্রায় হয়েছে তা স্পষ্ট হয়ে যায় ভোটের আগেই। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলিয়ে ৮৬ শতাংআসনে প্রার্থীই দিতে পারেনি বিরোধী দল সিপিএম। শনিবার ভোটের দিনও বিজেপির বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। বহু জায়গায় ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। সোমবার বিরোধীদের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কাউন্টিং এজেন্টরা যাতে বিনা বাধায় বসতে পারেন তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।