লোকসভা ভোটের পর থেকেই বিজেপির দৌরাত্বে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। প্রভাব পড়েছে বাংলাতেও। নির্বাচন মিটতেই একের পর এক তৃণমূল পার্টিঅফিস ভাঙচুর, নেতা-কর্মীদের হত্যা হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। এবার ফের বিজেপির আক্রমণ নেমে এল তৃণমূলের ওপর। সোমবার রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের পিংলা। পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিগ্রাম অঞ্চলে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ বাধে।
এ দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে পিংলার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সবেরতি জানান, এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি কর্মীরাই আমাদের একজন কর্মী ও ছাত্রকে মারধর করেছে।
সূত্রের খবর, এ দিন সন্ধেবেলায় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তৃণমূলের পার্টি অফিসে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুড় চালায়। এমনকী তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। তবে গেরুয়া বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে, এই ঘটনায় বিজেপির এক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।