বেশ কয়েকদিন ধরেই বিধাননগরের মেয়র নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মিটল সেই জল্পনা। আজ বৈঠকের পর ঘোষণা করা বিধননগরের নতুন মেয়রের নাম। একসময় মমতার সঙ্গী কৃষ্ণা চক্রবর্তীর ঘাড়েই দেওয়া হল বিধননগরের দায়িত্ব। বিধাননগর পুরসভার মেয়র বাছার ক্ষেত্রে দাম পেল দীর্ঘদিনের আনুগত্য। তাঁর নামেই শিলমোহর দিলেন তৃণমূল সুপ্রিমো। তাপস চট্টোপাধ্যায় থাকলেন ডেপুটি মেয়র। চেয়ারম্যান হতে চলেছেন অনিতা মণ্ডল।
তৃণমূল সূত্রে খবর, বিধাননগর পুরনিগমের অধিকাংশ কাউন্সিলরের পছন্দ কৃষ্ণা চক্রবর্তী। শুধু তাই নয়, বিধাননগর পুরসভায় নতুন করে সব্যসাচী দত্ত ও মুকুল রায়ের দল ভাঙার খেলা খেলতে পারেন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। ফলে মেয়র পদে বিশ্বস্ত কাউকে ছাড়া চলবে না। সেই আটের দশক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। অতিসম্প্রতি হুগলি জেলার পর্যালোচনা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কর্মীদের খোঁজ নেন। কিন্তু তাঁরা কেউ ছিলেন না। তখনই দলনেত্রী তাঁদের ফিরিয়ে আনার নির্দেশ দেন। সেই ধারা মেনে এবং সব দিক বিবেচনা করে কৃষ্ণাকেই মেয়রের আসনে বসানোর সিদ্ধান্ত নিল তৃণমূল।