রবিবার গাড়ি দুর্ঘটনায় উন্নাওয়ের ধর্ষিতা গুরুতর আহত হয়েছেন। মারা গিয়েছেন দু’জন। ধর্ষিতার মা দাবি করেছেন, অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার তাঁদের মারার চেষ্টা করেছিলেন। সোমবার ওই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বদনাম করার জন্য কেবল বাংলার সমালোচনা করা হয়। কিন্তু উত্তরপ্রদেশে কী হচ্ছে? কেন এইভাবে তাঁদের মরতে হল? এর হাই পাওয়ার তদন্ত হওয়া উচিত’।
এদিন সাংবাদিক সম্মেলনে হোল টাইমার নিয়োগের জল্পনা খারিজ করে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূল গরিবদের দল। তাই আমাদের বিজেপি, সিপিএমের মতো হোল টাইমার রাখার সামর্থ নেই। দলীয় কর্মীরাই সব কাজ করবেন’। তবে কি এদিন থেকে শুরু হল তৃণমূলের কর্পোরেটকরণ? জবাবে মমতা বলেন, ‘না তা কেন! এটাকে মর্ডানাইজেশন (আধুনিকীকরণ) বলতে পারেন’।
এদিন মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা নির্বাচনের এখনও বাকি ২০ মাস। তাই এখনই নির্বাচনী প্রচার শুরু করবেন না তাঁরা। তবে জনসংযোগ বাড়াতে তৎপর থাকবে তাঁর দল। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে নবান্নে একটি গ্রিভেন্স সেল তৈরি করেছেন তিনি। সেখানে সাধারণ মানুষের অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। অতিরক্ত সুবিধা হিসাবে ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক শেষে রিমোটে প্রকল্পের ব্যানারের আবরণ উন্মোচন করেন তৃণমূলনেত্রী।