এ যেন ‘নায়ক’ সিনেমার বাস্তব রূপ। মনে পড়ছে, যে কোনও অভাব-অভিযোগ নিয়ে ফোন আসত মুখ্যমন্ত্রী অনিল কাপূরের কাছে। সেই ফোন পেয়েই অকুস্থলে ছুটে গিয়ে সমস্যার সমাধান করতেন একদিনের মুখ্যমন্ত্রী। এবার সেই কায়দাতেই সমস্যার সমাধান করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফোনেই সমস্যা সমাধানের এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে তৃণমূল শুরু করেছিল এক মাস আগে। নাগরিকদের কোনও সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করতে পারতেন। কিন্তু কলকাতার বাইরে অন্য জেলার সমস্যা কে শুনবে? তারই নিদান দিতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের যে কোনও প্রান্তের, যে কোনও মানুষের যে কোনও কোনও সমস্যা বা মতামত থাকলে এ বার সরাসরি ফোন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এই কর্মসূচীর পোশাকি নাম ‘দিদিকে বলো!’ অভিযোগ বা সমস্যা থাকলে সরাসরি ফোন করতে পারবেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে। কিছুক্ষণের মধ্যেই নজরুল মঞ্চে সাংবাদিক বৈঠক করে তাঁর এই উদ্যোগের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতৃত্বের মতে, এক শ্রেণির নেতার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি নেওয়া, দুর্নীতি, অনিয়ম ইত্যাদি যাই অভিযোগ থাকুক, ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অমলিন। তাই কোনও সমস্যা, বিপদ আপদে ভয় নেই, দিদি রয়েছেন, এই কর্মসূচীর মাধ্যমে এই বার্তাই পৌঁছে যাবে রাজ্য জুড়ে।