এনআরএস কান্ডে নতুন করে গ্রেফতার করা হল আরও ২ জন ব্যক্তিকে। হাসপাতালের জুনিয়র ডাক্তারদের নিগ্রহকাণ্ডে আগে যেই ৫ জন গ্রেফতার হয়েছিলেন, তাঁদের জামিন হয়ে গেলেও নতুন করে ওই বিষয়ে আরও ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গতকালই লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এমতাবস্থায় আরও দু’জনকে গ্রেফতার করায় লালবাজার অভিযানে তাঁরা সামিল হবে না বলে জানিয়েছেন এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।
তবে এনআরএসের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তদন্তকারীরা। তাঁদের অভিযোগ, ৪ জুনিয়র ডাক্তারকে বারবার বয়ান রেকর্ডের জন্যে ডাকা হলেও এখনও কেউ সেখানে যাননি। এমনকী দুবার এই বিষয়ে নোটিশ পাঠানো হলেও কেউ তাতে সাড়া দেননি। এতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ তৈরি করতে অসুবিধা হচ্ছে।
১০ জুন এনআরএস কাণ্ডের পর প্রবল প্রতিবাদের মুখে সিসিটিভি ফুটেজ ও বাইকের সূত্র ধরে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও জেল হেফাজত মিলিয়ে ১৯ দিন কাটলেও কোনও প্রত্যক্ষ তথ্য প্রমাণের অভাবে জামনি পেয়ে যায় তারা। শনিবার ভবানীভবনে পুলিশ ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তারপরই সোমবার তাবের ও নিজামুদ্দিন নামে আরও দুজনকে এন্টালি থেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার দিন লাঠি নিয়ে এনআরএসে ছিল দু’জন।