এবার অর্থ তছরুপের অভিযোগে বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। আগামী ৩০ জুলাই তাঁকে পুলিশের সদর দফতর লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। গত বছর বড়বাজারের এক ব্যক্তির থেকে ৮০ লক্ষ টাকা পায় কলকাতা পুলিশ। সেখানেই মুকুল রায়ের নাম পাওয়া যায়।
সূত্রের খবর, গত বছর বড়বাজারের এক ব্যক্তির কাছ থেকে ৮০ লক্ষ টাকা পায় কলকাতা পুলিশ। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই বিজেপি নেতা মুকুল রায়ের নাম উঠে আসে। এই বিষয়ে দিল্লিতে গিয়েই মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কলকাতা পুলিশ। যদিও সেটি সম্ভব হয়নি।
তবে এই নোটিশের পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুকুল রায়। তাঁর দাবি, “এই মামলাটিতে ইতিমধ্যেই রায়দান হয়েছে। তারপরও কেন জিজ্ঞাসাবাদ!” অন্যদিকে, বড়বাজারের আরও একটি জামিনযোগ্য মামলায় মুকুল রায় আদালতে উপস্থিত না হওয়ায়, তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে ব্যাঙ্কশাল আদালতে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।