মন্ত্রীদের গাড়িতে লালবাতি জ্বালিয়ে ঘোরায় গণ্ডি কেটে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নজরুলমঞ্চের বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে মমতার সাফ নির্দেশ, হাইওয়ে ছাড়া লালবাতি জ্বালানো যাবে না।
সূত্রের খবর, লালবাতি জ্বালানোর কারণেই মানুষের সঙ্গে মন্ত্রীদের দূরত্ব তৈরি হচ্ছে বলে বৈঠকে মন্তব্য করেছেন নেত্রী। স্পষ্ট করে বলে দিয়েছেন, নিজের এলাকাতে কোনও ভাবেই লালবাতি জ্বালিয়ে ঘোরা যাবে না। দুর্ঘটনা এড়াতে এ ক্ষেত্রে হাইওয়েকে বাদ রাখা হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, গাড়িতে লালবাতি জ্বলা মানেই সাধারণ মানুষের সঙ্গে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। নেতা যদি হুশ করে লালবাতি জ্বালিয়ে চলে যান, পথচলতি জনতা চটজলদি ভেবে নেন, কেউকেটা যাচ্ছেন। লোকসভা ভোটের পর থেকে তৃণমূলের জনবিচ্ছিন্নতা প্রকটভাবে সামনে এসেছে। জনবিচ্ছিন্নতা কাটাতে সক্রিয় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ গড়ে তুলতে নিয়েছেন একের পর এক কর্মসূচি। তাই লালবাতি যেন জনমানসে কোনও ভাবে বিরূপ প্রতিক্রিয়া না তৈরি করে, সে ব্যাপারেও সতর্ক মুখ্যমন্ত্রী।