সমস্যায় পড়েছেন? কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করেছে? তাহলে ‘দিদিকে বলো’। সরকারি কাজ থেকে দলীয় বিষয়, যে কোনও অভিযোগ বা সমস্যা এখন থেকে সরাসরি ফোন করা জানানো যাবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সোমবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নজরুল মঞ্চে বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। সেখানে হাজির ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে শীর্ষস্তরের নেতাদের। বিধায়ক-মন্ত্রীদেরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানেই ‘দিদিকে বলো’ কর্মসূচীর আনুষ্ঠানিক ঘোষণা করলেন তৃণমূলনেত্রী। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে যে কোনও বিষয় নিয়ে তাঁর কাছে সরাসরি অভিযোগ জানানো যাবে। পাশাপাশি, www.didikebolo.com ওয়েবসাইটেও জানানো যাবে অভিযোগ।
ইতিমধ্যেই সরকারি কাজকর্মের অভিযোগ জানানোর জন্য নবান্নে একটি গ্রিভেন্স সেল চালু করেছে সরকার। এবার দলীয় বিষয় থেকে যে কোনও সমস্যা নিয়ে সরাসরি তৃণমূলের নেত্রীকে ফোন করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের মনোভাব খোদ মমতা মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারবেন, তেমনই বুথ স্তরের খবরও পৌঁছবে তাঁর কাছে।
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১০০ দিনে ১০ হাজারেরও বেশি গ্রামে যাবেন তৃণমূল নেতারা। দল থেকে ঠিক করে দেওয়া হবে কোন নেতা কোন গ্রামে যাবেন। তাঁরা গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। রাতে গ্রামে থাকবেন। গ্রামে বুথের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। যে কোনও অভিযোগ, সমস্যা নিয়ে নেতারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। সরকারি প্রকল্পের সুবিধা–সহ কোনও অভাব অভিযোগ রয়েছে কি না দলের বিরুদ্ধে তা জানতে চাওয়া হবে।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিটি গ্রামে এবং শহরে গিয়ে প্রচার করার পাশাপাশি সমস্যা সমাধান করবে। পার্টি কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা এই কাজ করবেন মানুষের কথা শুনবেন। দল ঠিক করবে কে, কোন গ্রামে যাবে। স্থানীয় বিশিষ্ট মানুষদেরও সঙ্গে নিতে পারবেন। জনসংযোগের পর সেখানে তৃণমূলের পতাকা তোলা হবে। মানুষের সঙ্গে আধুনিকতম ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গিয়ে সমস্যা সমাধান করা যাবে।