ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হতেই মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাসকার। এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, বিসিসিআইয়ের নির্বাচক কমিটি তো ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। বিরাট কোহলি কীভাবে এখনও দলের অধিনায়ক থাকেন, কেন তাঁর পারফরম্যান্স নিয়ে কোনও কথা বললেন না নির্বাচকরা, সেই কথা ভেবেই অবাক লাগছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকার বলেন, “ভারতের নির্বাচক কমিটি তো ঠুঁটো জগন্নাথের মতো বসে রয়েছে। বিরাটকে ডাকা হলো দল নির্বাচনের জন্য। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য কেদার যাদব, দীনেশ কার্তিকদের ছেঁটে ফেলা হলো, অথচ বিরাটের বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে কেউ কোনও প্রশ্ন তুললেন না। এটাই আমাকে অবাক করছে।”
কোনও বৈঠক না করেই বিরাট কোহলিকে কীভাবে দলের অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেই ব্যাপারেও প্রশ্ন তোলেন গাভাসকার। তাঁর বক্তব্য, “বিরাট কোহলির চুক্তি তো বিশ্বকাপ পর্যন্ত ছিল। তাহলে নির্বাচকরা নিজেদের মধ্যে কোনও বৈঠক না করেই কীভাবে তাঁকে ফের অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিলেন? তাহলে এটা কি নির্বাচক কমিটির সিদ্ধান্ত। নাকি দলের সিদ্ধান্তে চলছেন তাঁরা?”
নির্বাচক কমিটির যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের এই প্রাক্তন ওপেনার। তিনি বলেন, “আমার মনে হয় বর্তমান নির্বাচক কমিটির এটাই শেষ দল নির্বাচন। এরপর অন্য কমিটি আসবে। আশা করি সেই কমিটি কিছুটা যোগ্য হবে। শুধুমাত্র দলের চাপে সিদ্ধান্ত না নিয়ে নিজেদের বিচার করার ক্ষমতা থাকবে তাদের।”