এবার ভারতীয় ক্রিকেট মহলে কোচের দায়িত্বে রবি শাস্ত্রীর জায়গাটা তাক করছেন রবিন সিং। এর আগে ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। এখন তিনি বিরাট কোহলিদের হেড কোচ হতে চান। শুক্রবার রাতে ভারতীয় বোর্ডকে ই–মেল মারফত রবিন আবেদন করেছেন কোচ হওয়ার ব্যাপারে।
শনিবার সকালে চেন্নাইয়ের বাড়ি থেকে রবিন জানালেন, “অনেক ভেবেচিন্তেই আবেদন করেছি। এখন যে কোচিং স্টাফরা রয়েছে ভারতীয় দলে, তারা তো দায়িত্ব পালন করতে গিয়ে দুটি বিশ্বকাপে হারতে হয়েছে ভারতকে। ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপ থেকে আমরা সেমিফাইনালের বেড়া টপকাতে পারিনি। আমার তো মনে হয়, নতুন কোচদের দায়িত্বে আনার সময় হয়েছে। আমি দায়িত্বে এলে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইব। যে সব যোগ্যতা থাকা দরকার, তা আছে বলেই আমি চিফ কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছি। বন্ধুর মতো মিশতে চেষ্টা করব সব ক্রিকেটারের সঙ্গে। মনে হয়, আমার প্রশিক্ষণে ভারত ভাল কিছুই করতে পারবে”।
বিরাট কোহলি চাইবেন রবিনকে? মনে হয় না। অধিনায়কের সম্মতি ছাড়া কপিলদেবরা কাউকে চিফ কোচের দায়িত্বে আনবেন বলে মনে হয় না। তবে, কোচ নিয়োগের ব্যাপারটা এবার আরও একটু জমল। জন্টি রোডসের পর আরও একজন প্রার্থী অপ্রত্যাশিতভাবে আবেদনপত্র পাঠিয়েছে বোর্ডে।