২ দিন আগেই গোটা দেশজুড়ে ঘটে চলা ধর্মীয় অসহিষ্ণুতা এবং গণপিটুনি-সহ একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। সেই তালিকায় ছিলেন অনুরাগ কাশ্যপও। এবার এই খ্যাতনামা পরিচালক বিল পাশ নিয়েও মোদি সরকারকে বিঁধলেন। সরকারকে কটাক্ষ করেই তিনি একাধিক টুইট করেছেন। একইসঙ্গে ঠুকেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও।
আরটিআই বিল পাশ নিয়ে মোদী সরকারের সমালোচনামূলক অনুরাগের সেই টুইটগুলিই নেটদুনিয়ায় এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অনুরাগ। যার জন্য বেশ কয়েকবার গেরুয়া সরকারের সমালোচনা করে তাঁকে ট্রোলডও হতে হয়েছে। যার ফলে তিনি পেয়েছেন প্রাণনাশের হুমকি। এমনকি তাঁর মেয়েকে ধর্ষণের হুমকিও পেয়েছেন অনুরাগ। কিন্তু তা সত্ত্বেও দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বরাবরই স্পষ্ট কথা বলেছেন অনুরাগ। আর এবারও তাঁর অন্যথা হয়নি। ‘জয় শ্রীরাম’ এবং গণপিটুনি নিয়ে কথা বলে বিজেপি সমর্থকের কাছে প্রাণনাশের হুমকি পেয়েছেন।
এরপরই শুক্রবার একটি টুইটে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে লেখেন, “উত্তরপ্রদেশে গিয়ে শুটিং করি ঠিকই। কিন্তু সিনেমায় ভর্তুকি দেওয়া তো আর যোগীজি শুরু করেননি। উনি ওই রাজ্যের মালিক নন, মুখ্যমন্ত্রী। আমি মোদীভক্ত না হতেই পারি। কিন্তু আমি ১০০ শতাংশ দেশভক্ত। আমি ভারতে ছবি বানাই এবং ভবিষ্যতেও তা করব।”
সম্প্রতি অনুরাগ তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আরটিআই সংশোধনী বিল পাশ হয়েছে। সন্ত্রাসবাদী হিসেবে অভিযুক্ত করে অন্তত ৬ মাসের জন্য জেলে ঢোকানোর বিলও পাশ হয়েছে। সংসদে সেই সব বিলই পাশ করানো হচ্ছে, যেগুলি সরকারের পক্ষে ভাল। আর যে বিলগুলি সরকারের পক্ষে বিপজ্জনক হতে পারে, তা আর পাশ করানো হচ্ছে না। কিন্তু জনহিতার্থেও তো কিছু বিল নিয়ে আসা প্রয়োজন৷”