বিধায়কদের জনসংযোগ বাড়াতে যে পাঠ তিনি দিয়েছিলেন, তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ২৯ জুলাই নজরুল মঞ্চে দুপুর ২ টৌর সময় তৃণমূলের সমস্ত বিধায়ক, জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের নিয়ে এই বৈঠক হবে।
উল্লেখ্য, একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশে মুখ্যমন্ত্রী ২৯ জুলাই নতুন কর্মসূচি নিয়ে কিছু ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। সূত্রের মতে, ওই দিন সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী।
তৃণমূল ভবনের বৈঠকেই মমতার ঘোষণা ছিল নিয়মিত তিনি বিধায়কদের কাজকর্ম খতিয়ে দেখবেন। তখন সামনেই ছিল একুশে জুলাইয়ের কর্মসূচী। তৃণমূল ভবনের সভাতেই তিনি জানান, শহিদ দিবসের কর্মসূচির পরপরই ফের তিনি বিধায়কদের মুখোমুখি হবেন। দলের এক নেতার মতে, লোকসভা ভোটের পরেই মমতা বলেছিলেন, প্রশাসনের সঙ্গে সঙ্গে সংগঠনেও বেশি সময় দেবেন। সেই উদ্দেশ্যেই তিনি দলের নানা স্তরের নেতৃত্বের সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর বৈঠক করবেন। জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ যাচাই করবেন, এমনই ধারণা তিনি পূর্ববর্তী বৈঠকে দিয়েছিলেন।
বিধায়কদের দেওয়া ‘হোমওয়ার্ক’ দেখার পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেও দলের একাধিক বিধায়কের দাবি। এক নেতার মতে, দলনেত্রী নির্দেশ দিলেন আর সবাই চুপ করে শুনে গেলেন, এসব আর চলবে না। নিজস্ব নেটওয়ার্কে মুখ্যমন্ত্রী নিজেই খোঁজ রাখেন। তাই বিধায়কদের সঙ্গে আগের বৈঠকে যে আলোচনা করেছেন, তা কতটা কার্যকর হল বা আদৌ হল কি না, সে বিষয়ে খতিয়ে দেখবেন এই বৈঠকে।