২১ জুলাইয়ের মঞ্চ থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার বিজেপির বিরুদ্ধে কালো টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামবে তৃণমূল। এবার মমতার কথা মতই সেই আন্দোলন শুরু করল তৃণমূল।
বিজেপি কালো টাকা ফিরিয়ে দাও, এই স্লোগান দিয়ে শুক্রবার রাজ্যের প্রায় সব ব্লকে তৃণমূলের কর্মীরা মিটিং মিছিল করলেন। কর্মীদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড। যেখানে লেখা ছিল, “কালো টাকা ফেরত চাই, মোদী তুমি জবাব দাও”। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, “এই নির্বাচনে বিজেপি বহু টাকা খরচ করেছে। তার হিসেব দিতে হবে, তদন্ত হবে”।
বেলেঘাটায় কাউন্সিলর অলকানন্দা দাসের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। ছিলেন পবিত্র দাস, অলোক বিশ্বাস-সহ অনেকেই। মিছিলের পর পোড়ানো হয় মোদীর কুশপুতুল। দক্ষিণ কলকাতায়ও বিভিন্ন ব্লকে মিছিল করেন কর্মীরা। সব মিলিয়ে এবার কালো টাকা ফেরতের এই আন্দোলন যে বৃহদাকার ধারণ করতে চলেছে তা বুঝিয়ে দিলে আন্দোলনের প্রথম দিনই।