অশালীন আচরণ এবং কুমন্তব্যে বিজেপি নেতা সায়ন্তন বসুর জুড়ি মেলা ভার। কিছুদিন আগেই তিনি হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতাদের চোখ গেলে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এবার ফের তাঁর কুমন্তব্যের বাণ ছুঁড়লেন তিনি। “মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় একটা বোতল ধরিয়ে দিলে এরা তৃণমূলের হয়ে লাফালাফি শুরু করে দেবে”, এমন নজিরবিহীন ভাবে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সায়ন্তন। তাঁর এই মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
অসহিষ্ণুতার প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় ফের এই ভাষাতে বুদ্ধিজীবীদের আক্রমণ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷ বুধবার ৪৯জন বিদ্বজ্জন প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরই তাঁদের সমালোচনা করেছিলেন সায়ন্তন৷ কিন্তু শুক্রবার কয়েক ধাপ এগিয়ে গিয়ে এধরণের বিতর্কিত মন্তব্য করলেন সায়ন্তন৷ জেলাজুড়ে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে শুক্রবার এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ৷ সেখানে নেতৃত্বে ছিলেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷ বুদ্ধিজীবীদের চিঠিপত্র লেখা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন সায়ন্তন।
সায়ন্তনের মন্তব্যে স্পষ্ট মোদীর বিরুদ্ধাচারণ কেউ করলেই তাঁকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হবে, দেওয়া হবে খুনের হুমকিও। কিন্তু যেভাবে সায়ন্তন এই প্রসঙ্গে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। উল্লেখ্য, বুদ্ধিজীবীরা যখন মোদীকে ওই খোলা চিঠি দিয়েছিলেন তাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন এটাই সঠিক সময়। আর তারপরেই সায়ন্তনের এহেন মন্তব্য বিজেপির রুচিহীনতারই পরিচয় দেয়।