উজ্জ্বলা যোজনার দূর্নীতিতে বিজেপির নাম জড়িয়েছিল আগেই। এবার এই দূর্ণীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন মণ্ডল। শুক্রবার কলকাতা থেকে বিজেপি নেতা সৌমেন মণ্ডলকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃতের বাড়ি মুর্শিদাবাদের নসিপুরে।
সৌমেন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি উজ্বলা যোজনার অধীনে থাকা এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিটরের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে জেলা ও জেলার বাইরে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন। দিনের পর দিন কেটে যাওয়ার পরও প্রতিশ্রুতি মতো কিছুই পাননি অভিযোগকারী ব্যক্তিরা।
২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, উজ্জ্বলা যোজনার দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের বহু বিজেপি নেতার। মুখ্যমন্ত্রী এ কথাও জানিয়েছিলেন, বিজেপির কর্মী-সমর্থকরাই তাঁদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই এদিন গ্রেফতার করা হল এই বিজেপি নেতাকে। এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রতারিতদের অভিযোগ, দীর্ঘ পেরিয়ে গেলেও গ্যাসের লাইসেন্স কেউই হাতে পাননি। লাইসেন্সের বদলে টাকা ফেরত চাওয়া হলে সেটাও দিতে পারেননি দুর্নীতিতে অভিযুক্ত সৌমেন মণ্ডল। এরপর প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ। তোলাবাজির ঘটনায় মুর্শিদাবাদের বিজেপির জেলা শীর্ষ নেতার একাধিকজন জড়িয়ে আছেন বলে খবর সূত্রের।