১৪ দিনের মাথায় অনশন তুলে নিলেন প্রাথমিক শিক্ষকরা। বেতন বৃদ্ধি নিয়ে কয়েকদিন ধরেই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মধ্যে চলছে চাপান-উতোর। সেই নিয়ে অনশনের পথেও হেঁটেছেন তাঁরা। তাঁদের দাবি না মিটলে উঠবে না অনশন। এই নিয়ে উদ্বিগ্ন ছিল রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী এই নিয়ে বারবার আলোচনা করতে চেয়েছে। আজ রাজ্য সরকার পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করার পরই শুক্রবার সন্ধ্যেবেলা অনশন প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারীরা।
শুক্রবার সকালে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ১০০০ টাকা বাড়ানো হয়েছে। আগে গ্রেড পে ২৬০০ টাকা ছিল। এখন সেটা বেড়ে হল ৩৬০০ টাকা। অর্থাৎ প্রশিক্ষিতরা চাকরিতে ঢুকে পাবেন ২৫৫০০ টাকা। আগে তাঁদের বেতন ছিল ১৯০০০ টাকা। প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৯০০ টাকা। অগাস্ট মাস থেকেই এই নতুন গ্রেড পে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের একটি অনুষ্ঠানে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রকের কাছে ইতিমধ্যেই গ্রেড পে ৩২০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। আমরা আরও চেষ্টা করছি সেটা যদি বাড়িয়ে কোনওভাবে ৩৬০০ টাকা করা যায়।’ সেই কথা মতোই গ্রেড পে ৩৬০০ করা হয়। যা সাদরে মেনে নিয়েছেন অনশনরত শিক্ষকরা।