কুকথা বা অশালীন মন্তব্যের পাশাপাশি বেফাঁস আর হাস্যকর মন্তব্য করাতেও গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। এর আগে বিপ্লব দেব বা সত্যপাল সিংরা মুখ খুলে বারবার বিপাকে ফেলেছে বিজেপিকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গরুই একমাত্র প্রাণী যারা অক্সিজেন গ্রহণ করে আবার ছাড়েও। এমনই উদ্ভট এ হাস্যকর দাবি করেছেন তিনি।
ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওয় ত্রিবেন্দ্রকে বলতে শোনা গিয়েছে, গরু আমাদের প্রাণবায়ু দেয় বলেই তাকে মাতা বলা হয়। এখানেই না থেমে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘হার্ট ও কিডনি-সহ গোটা শরীরের জন্যই গোবর ও গোমূত্র খুবই উপকারী। গরুর কাছাকাছি থাকলে টিবি রোগ সেরে যায়। আমাদের বিজ্ঞানীরাও এখন এই শংসাপত্র দিয়েছেন।’ দিনকয়েক আগে দেরাদুনের একটি অনুষ্ঠানে তিনি আরও বলেন, শ্বাসকষ্টের সমস্যাও সারিয়ে দিতে পারে গরু।
এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, ‘এই শৈলরাজ্যে এটাই মানুষের বিশ্বাস। আর মানুষের বিশ্বাসের কথাই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কোনও মুমূর্ষু রোগী গরুর কাছাকাছি থাকলে তাঁর দ্রুত আরোগ্য হবে।’ তাঁর দাবি, কোনও এক গবেষণায় নাকি উঠে এসেছে যে গোমূত্রের উপকারিতা অপরিসীম। পাহাড়ের কোলে থাকা মানুষরা নাকি বিশ্বাস করেন, গরু অক্সিজেন ত্যাগ করে। তবে এই সাফাইয়ে চিড়ে ভেজেনি। তাঁর মন্তব্যের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে রাওয়াতকে। হতে হয়েছে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকারও।