ফের তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি শুরু করল কেন্দ্রের মোদী সরকার। এর আগেও বহুবার মিথ্যে মামলায় ফাঁসিয়ে বিভিন্ন নেতা-মন্ত্রীকে সিবিআই দ্বারা হেনস্থা করা হয়েছিল। এবার নতুন করে তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ নিয়ে উঠেপড়ে লাগল সিবিআই। আর তারফলেই তাঁদের কোপের মুখে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। জানা গেছে ‘জাগো বাংলা’র তহবিল নিয়ে তদন্তের জন্য তৃণমূলের রাজ্যসভার এই সাংসদকে তলব করে নোটিশ পাঠিয়েছে সিবিআই। ১ অগস্ট তাঁকে সশরীরে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
যদিও এই তলবের নেপথ্যে সম্পূর্ণভাবেই রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে, এমনটাই অভিযোগ করেন ডেরেক। এদিন নোটিশ পাওয়ার পর টুইট করে তিনি লেখেন, ‘সংসদে তথ্যের অধিকার সংশোধনী বিলের বিরোধিতা করার জেরেই এই নোটিশ।’

‘জাগো বাংলা’র আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জানুয়ারিতে তদন্ত শুরু করেছিল সিবিআই। সেইসময় ‘জাগো বাংলা’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনজন স্বাক্ষরকারী মানিক মজুমদার, সুব্রত বক্সি ও ডেরেক ও’ব্রায়ানকে তলব করে সিবিআই। সেই চিঠি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে।
‘জাগো বাংলা’র প্রকাশক ডেরেক ও’ব্রায়ান এবং সম্পাদক সুব্রত বক্সি। এর আগে সুব্রত বক্সিকেও তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেইসময় সিবিআই-কে দলীয় মুখপত্রের তহবিল সংক্রান্ত সমস্ত নথিপত্রও দিয়েছিলেন সুব্রত বক্সি। এবার তাঁরা ডেকে পাঠাল ডেরেককে।