পাল্টাচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের স্পনসর। আর তাই আগামী সেপ্টেমর থেকে কোহলিদের জার্সিতে আর দেখা যাবে না চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপোর ব্র্যান্ড নেম। ওয়েস্ট ইন্ডিজ সফর পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরে টিম স্পনসর হিসেবে ওপোর পরিবর্তে আসতে চলেছে বাইজু। নতুন স্পনসর বাইজু বেঙ্গালুরুর একটি এডুকেশনাল টেকনলোজি ও অনলাইন টিউটোরিয়াল ফার্ম। ২০১৭ সালে পাঁচ বছরের চুক্তিতে ভারতীয় দলের জার্সির স্পনসর হয়েছিল চিনের এই কোম্পানি। কিন্তু, সেই চুক্তি ভাঙতে চলেছে।
ওপো জানিয়েছে, ২০১৭ সালে তারা যে দামে এই স্পনসরশিপ নিয়েছিল, তা যথেষ্ট বেশি। সেই জন্যেই এই চুক্তি ভাঙছে। প্রসঙ্গত, দ্বিপাক্ষিক সিরিজে অপ্পো বিসিসিআই-কে ৪ কোটি ৬১ লক্ষ টাকা দিত এবং আইসিসি-র টুর্নামেন্টে দিত ১ কোটি ৫৬ লক্ষ টাকা। এর আগে ভারতীয় দলের জার্সির স্পনসর ছিল স্টার। তারা দ্বিপাক্ষিক সিরিজে দিত প্রায় ২ কোটি টাকা এবং আইসিসি-র টুর্নামেন্টে দিত ৬১ লক্ষ টাকা। ভারতীয় বোর্ডের সঙ্গে বাইজুর কত টাকার চুক্তি হয়েছে, তা এখনও জানা যায়নি।
পাঁচ বছরের চুক্তিতে ২০১৭ মার্চে ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর হিসেবে আত্মপ্রকাশ করে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপো। আরেক মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোকে সরিয়ে ১০৭৯ কোটি টাকার বিশাল চুক্তিতে ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপ স্বত্ত্ব কিনে নেয় তারা। ২০২২ মার্চে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মাঝপথেই চুক্তি থেকে সরে আসছে তারা।