সারা দেশে মহিলাদের উদ্দেশ্যে অশালীন কথা বলে বিপাকে পড়েন বহু মানুষ। তাও স্বভাব পরিবর্তন হয় না। বহু আইন ও বিল নিয়ে এসে পরিবর্তন করতে চায় গদিতে থাকা সরকার। লোকসভায় পাশ হয় এই সব বিল। তবে এই লোকসভাতেই যখন সেই ঘটনা ঘটে তখন তো প্রশ্ন ওঠেই। আর সংসদ যে উত্তাল হবে সেটাই স্বাভাবিক। এইবার এই ঘটনাই ঘটল বৃহস্পতিবার অধিবেশনে। লোকসভার ভেতরে সমাজবাদী পার্টির সাংসদ আজম খান ঘটালেন এমন কান্ড।
প্রসঙ্গত, বৃহস্পতিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অনুপস্থিত থাকায় সেই দায়িত্ব সামলায় বিজেপির মহিলা সাংসদ রমা দেবী। আর এই অধ্যক্ষের উদ্দেশ্যে আজম খানের করা মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। তিন তালাক বিল নিয়ে আলোচনার সময় স্পিকারের চেয়ারে বসা বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশ্যে আজম খান বলেন, ‘আপনাকে আমার এত ভালো লাগে যে, আপনার চোখে চোখ রেখে দেখতে ইচ্ছে করে।’ আর এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে লোকসভায়। সমাজবাদী পার্টির নেতাকে ক্ষমা চাইতে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।
বর্ষীয়ান নেতার মন্তব্যে বিব্রত রমা দেবী তাঁকে বলেন ‘এই ধরনের মন্তব্য করবেন না।’ পরে আজম খানের মন্তব্য শুনে তাঁকে ক্ষমা চাইতে বলেন স্পিকার ওম বিড়লাও। তবে গোটা বিষয়ে ক্ষমা চাওয়ার কোনও কারণ দেখছেন না আজম খান। তিনি জানান, ‘রমা দেবী আমার বড় বোনের মতো। ওনাকে শ্রদ্ধা করি। আমি যদি কোনও অসংসদীয় শব্দ ব্যবহার করে থাকি, তবে তা প্রমাণ হলে পদত্যাগ করতে রাজি আছি।’ গোটা বিজেপি নেতৃত্ব ঘটনায় সরব হলেও সমাজবাদী পার্টি এই সংসদের পাশে দাঁড়িয়েছেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব।