গতবার ইস্ট বেঙ্গলের লেফটব্যাকে নিয়মিত খেলা মিজোরামের লালরাম চুলোভাকে সই করিয়ে বড় চমক দিল মোহন বাগান। মোহন বাগান কর্তারা অনেকদিন ধরেই চুলোভার সঙ্গে কথাবার্তা বলছিলেন। অবশেষে বুধবার মোহন বাগানে খেলা চূড়ান্ত করলেন চুলোভা।গত মরশুমে ইস্ট বেঙ্গলের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন চুলোভা। শেষ কলকাতা ডার্বিতে সনি নর্ডিকে একাই আটকে দিয়েছিলেন চুলোভা। তাঁকে সই করিয়ে নিজেদের রক্ষণভাগের শক্তি বাড়িয়ে নিল মোহন বাগান।
সূত্রের খবর, স্প্যানিশ কোচের তালিকায় মিজ়োরামের এই ফুটবলারের নাম থাকলেও তিনি পুরানো ক্লাবের প্রস্তাবে রাজি ছিলেন না। ফলে মোহনবাগানের প্রস্তাব পেয়েই খেলতে রাজি হয়ে যান তিনি। খুব শীঘ্রই অনুশীলন শুরু করতে চলেছেন তিনি।
তবে এই বড় চমকের মধ্যেই কিবুদের মরসুমের প্রথম ম্যাচই ভেস্তে যাওয়ার মুখে। ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং মাঠে কলকাতা লিগের ম্যাচ করার অনুমতি দিলেও মোহনবাগান মাঠ নিয়ে আপত্তি জানাল পুলিশ। সবুজ-মেরুন গ্যালারির নিচে এখন নির্মাণকাজ চলছে। তৈরি হচ্ছে ড্রেসিংরুম, জিম, প্রেস কর্নার-সহ অনেককিছুই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঞ্জাল। এই অবস্থায় মাঠ পরিদর্শনের পরে ২৬ জুলাই প্রথম ম্যাচ আয়োজনের অনুমতি দিতে রাজি নন পুলিশ কর্তারা।
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘আশা করছি, বৃহস্পতিবারের মধ্যে ফিট সার্টিফিকেট পাওয়া যাবে। সেক্ষেত্রে শুক্রবার মোহন বাগান মাঠে কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ আয়োজনে অসুবিধা হবে না। কিন্তু বৃহস্পতিবারও যদি পূর্ত দপ্তরের ছাড়পত্র না মেলে তবে অন্য কোনও মাঠে খেলবে মোহন বাগান ও পিয়ারলেস।’