লোকসভা ভোটের পর একের পর এক তৃণমূল পার্টি অফিসে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এবার ছাত্র সংসদ দখলের উদ্দেশ্যে তৃণমূলের ছাত্র পরিষদের ওপর হামলা চালালো এবিভিপি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু মহাবিদ্যালয়ে।
এদিন দুপুরে কলেজ ক্যাম্পাসে সংসদ দখলের উদ্দেশ্যে টিএমসিপির ছাত্রদের ওপর হঠাৎই হামলা করে এবিভিপির সদস্যরা। সংঘর্ষে টিএমসিপির প্রায় ১০ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দিন কলেজে প্রথমবর্ষের ছাত্রদের ভেরিফিকেশন ছিল। দুপুরের দিকে আচমকাই সেই বিষয়কে কেন্দ্র করে তেতে ওঠে কলেজ চত্বর। লাঠি-রড নিয়ে ছাত্রদের দিকে তেড়ে যায় এবিভিপির বহিরাগত কয়েকজন। যার ফলে শুরু হয় তুমুল সংঘর্ষ। ইট পড়তে থাকে বৃষ্টির মতো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ওই কলেজের ছাত্র সংসদ এখনও তাদেরই দখলে। ‘বহিরাগত‘দের নিয়ে এসে এবিভিপি কলেজে অশান্তি পাকানোর চেষ্টা করছে। টিএমসিপির পতাকা খুলে নিজেদের পতাকা টাঙানোর চেষ্টা করছে। এ দিন এবিভিপির হামলায় জখম হয়ে টিএমসিপির বেশ কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিন টিএমসিপির জেলা সভাপতি চুমকি বন্দ্যোপাধ্যায় বলেন, ওই কলেজে আমাদেরই ছাত্র সংগঠন। বিজেপিই বহিরাগতদের নিয়ে এসে হামলার চালিয়েছে। দু’দলের সংঘর্ষে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।