ভাটপাড়ার অশান্তি অব্যাহত। প্রত্যেকদিন গেরুয়া শিবিরের তরফে বোমাবাজি, মারধর, হুমকি ইত্যাদির মত ঘটনা লেগেই আছে ভাটপাড়ায়। এবার অস্ত্র কেনার জন্যে টাকার যোগান দিতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন ভাটপাড়ার এক বিজেপি নেতা।
ভাটপাড়া কলাবাগান এলাকা থেকে আটক করা হল বিজেপি–র শ্রমিক নেতা বিনয় মণ্ডলকে। দু’দিন আগে ভাটপাড়া কলাবাগান এলাকায় এক মদের আসরে সাহিল নামে এক যুবককে গুলি করে খুনের চেষ্টা করে বীরেন। গুলিবিদ্ধ সাহিলের চিকিৎসা চলছে। পুলিশ বীরেনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে, অস্ত্র কেনার জন্য বিনয় টাকার জোগান দিতেন। এই কাজে আর কারা কারা যুক্ত তাও জানার চেষ্টা করছে পুলিশ।
সূত্রের খবর, বিনয় জেজেআই মিলের ভারতীয় মজদুর সঙ্ঘ শ্রমিক ইউনিয়নের নেতা। মঙ্গলবার সকালে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অস্ত্র কেনার জন্য টাকার জোগান দিতেন। তাঁর কাছ থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার ধৃত বিজেপি কর্মী বীরেন মণ্ডলকে জেরা করে বিনয়ের নাম উঠে আসে। তার পরই বিনয়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।