একে অন্তঃস্বত্তা। স্বামী বহুবার নিষেধ করেছিলেন ২১ শের সভায় না যেতে। কিন্তু তাতে কর্ণপাত করেননি রেখা সরকার। একপ্রকার জোর করেই কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে ২১ জুলাই কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠানে স্বামীর সঙ্গে বাসে করে যাচ্ছিলেন বর্ধমানের ওই মহিলা। বরাহনগরের টবিন রোডের কাছে বাসেই সন্তান প্রসব করেন তিনি।
একুশে জন্ম বলে কন্যাসন্তানের নাম রাখা হয়েছে একুশী। মঙ্গলবার কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সেই একুশী ও তার মাকে দেখতে গিয়ে চিকিৎসা-সহ অন্যান্য সহায়তার কথা জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ।
মন্ত্রী বলেন, “ওই দম্পতি দলের একনিষ্ঠ কর্মী প্রতি বছর শহিদ দিবসে যোগ দেন। এবারও যাওয়ার সময় অধীরবাবু তাঁর স্ত্রীকে নিষেধ করেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায় না যাওয়ার জন্য। কিন্তু রেখাদেবী শোনেননি। দিদির জন্য তিনি যাবেন বলেই জেদ করেন। বাসেই সন্তানের জন্ম হয়। সন্তানের নাম একুশী রেখেছেন বাবা-মা।” স্বপনবাবু এদিন রেখাদেবী ও একুশীর সঙ্গে দেখা করেন। হাসপাতাল সুপার, প্রিন্সিপ্যালদের সঙ্গে মা-মেয়ের স্বাস্থ্যের খোঁজ নেন। অধীরবাবুর সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা দিয়েছেন।