সুখবর, সুখবর, সুখবর…
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এইবার বড়সড় সুখবর নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জট কাটল ডি.এ নিয়ে টালমাটালের। রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের ১০ শতাংশ ডি.এ বাড়ানোর কথা ঘোষণা করা হল। রাজ্য বিদ্যুৎ দফতরের অধীনে তিন সংস্থার কর্মীদের জন্যে এই ডিএ ঘোষণা করা হয়েছে। ১০ শতাংশ হারে এই বর্ধিত ভাতা দেওয়া হবে বলে বড়সড় ঘোষণা রাজ্য সরকারের।
১ জুলাই থেকে এই নয়া হারে বর্ধিত ডিএ চালু করা হয়েছে ৷ এই বিদুৎ দফতরের অধীনে তিন সংস্থাতে উন্নয়ন,উৎপাদন ও সংবহন দফতরে কর্মীরা এর সুবিধা পাবে৷ রাজ্যের এই স্বভাবতই খুশি সরকারি কর্মচারীরা। বেশ কিছুদিন ধরেই এই ডি.এ বাড়ানোর জন্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা চাপান-উতোর চলছেই। সেই প্রসঙ্গে জল পড়ল আজকের এই সিদ্ধান্তে।
বিধায়ক বা পঞ্চায়েত স্তরে বর্ধিত করা হয়েছে বেতন। এইবার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধার দিকে নজর দিলেন মমতার সরকার। তাঁদের দাবি-দাওয়া বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় নবান্ন সূত্রে। একুশের মঞ্চেই এই ব্যাপারে ভেবে দেখবেন বলে কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের প্রস্তাবে সেই কথারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।