তৃণমূলের স্লোগান ছিল, ‘বদলা নয়, বদল চাই’। কিন্তু বিজেপির স্লোগান হবে, একটু আলাদা। ‘আমরা বদলাব, আবার বদলাও নেব’। ফের হুমকির সুর বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের মুখে। সোমবার পুলিশ কমিশনারের দফতরে স্মারকলিপি দিতে এসে তৃণমূলের স্লোগানকে কটাক্ষ করে তিনি এই কথা বলেন।
পাশাপাশি এদিন সুর চড়িয়ে পুলিশদের রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, “পুলিশ অফিসারদের একাংশ নজরে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলেই প্রত্যেকের বিরুদ্ধে আলাদা করে তদন্ত শুরু করা হবে। খাকি পোষাক খুলে, তাদেরকে জেলের ঘানি টানানো হবে”৷