লোকসভা ভোটে ফল প্রকাশিত হবার পর থেকেই বাংলা জুড়ে বিজেপির বাড়বাড়ন্ত দিন দিন অসহনীয় হয়ে উঠছে। এবার ‘জয় শ্রী রাম’ বলতে না চাওয়ায় এক ফেরিওয়ালাকে মারধর করে তাঁর টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল বার্নপুরে। আহত মহম্মদ ইসরারকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ফেরিওয়ালা পুলিশে অভিযোগ করেছিলেন। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
আসানসোল উত্তর থানা এলাকার মুতসুদ্দিমহল্লার বাসিন্দা ইসরার ওরফে রিজুয়ান জানান, তিনি কাপড়ের জিনিসপত্র ফেরি করেন। এ দিন দুপুরে বার্নপুরের কালাঝরিয়া থেকে রিভারসাইড রোড ধরে আসানসোলের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিল ফেরির জিনিস বোঝাই পুঁটুলি। পুলিশের কাছে ইসরার অভিযোগ করেন, হঠাৎই উল্টো দিক থেকে মোটরবাইকে আসা চার জন তাঁর পথ আটকে দাঁড়ায়। তাঁকে ‘জয় শ্রী রাম’ বলার জন্য চাপ দেয়। তাঁর অভিযোগ, “আমি তা বলতে না চাওয়ায় ওরা আমাকে মারধর শুরু করে। আমার পকেটে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নেয়”।
এই ঘটনার পরে তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান ওই ফেরিওয়ালার বাড়ির লোকজন। হাসপাতালে দাঁড়িয়ে তাঁর দাদা মহম্মদ শাহবাজ হুসেইন জানান, ভাই বেশ কয়েক বছর ধরে জিনিস ফেরির কাজ করছেন। কিন্তু আগে কখনও এমন সমস্যায় পড়েননি। আসানসোলের মেয়র তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, “রামের নাম ব্যবহার করে দুষ্কৃতীরা যাতে কোনও রকম অসামাজিক কাজ করতে না পারে, সে জন্য শহরবাসীকে এখন খুব সজাগ থাকতে হবে”।