শিক্ষক নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতা প্রসঙ্গে সিএজি-র রিপোর্ট নিয়ে তদন্ত করবে রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশনকে এই বিষয়ে সমস্ত কাগজপত্র তৈরি করতে বলা হয়েছে। সিএজি-র সুপারিশ অনুযায়ী তদন্ত হবে। কেউ ছাড় পাবেন না।’’ পার্থ আরও জানিয়েছেন, “বাম আমলে হওয়া দুর্নীতির বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ, ওই রিপোর্টে যে নিয়োগগুলি নিয়ে বলা হয়েছে, তার সবই বাম আমলের”।
শিক্ষামন্ত্রী জানান, বাম জমানায় নেওয়া নিয়োগ পরীক্ষা ঘিরেই তদন্তের সুপারিশ করেছে সিএজি। তৃণমূল জমানার কোনও পরীক্ষা নিয়ে সিএজি কোনও মন্তব্য করেনি। ফলে এই সময়ের পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ আদৌ গ্রহণযোগ্য নয়। বাম ছাত্র-যুবদের আন্দোলনকে কটাক্ষ করে পার্থবাবু বলেন, ‘‘ওঁরা কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন? যাঁরা অনিয়ম করেছেন, তাঁরাই তো দেখছি রাস্তায় নেমেছেন। আদালতে যান, আমাদের সুবিধাই হবে।’’
তিনি বলেন, যাঁরা এর জন্য দায়ী, সেই বামেরাই দোষীদের শাস্তি চাইছে। ওরা আসলে নিজেদের বিরুদ্ধেই শাস্তি চাইছে। ব্যাপারটা সত্যিই হাস্যকর। এসএসসিকে বলেছি, ওই সময়কার দুর্নীতির সমস্ত কাগজপত্র জোগাড় করে আমাদের কাছে পাঠাতে। আমরা যথাযথ ব্যবস্থা নেব। দুর্নীতি যে সময়েই হয়ে থাক, সে ব্যাপারে ব্যবস্থা নেব। তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, যাঁরা এটা নিয়ে আদালতে যেতে চান, তাঁরা যেতে পারেন। বিধানসভায় পেশ হওয়ার আগেই সিএজির রিপোর্ট থেকে করা প্রতিবেদন দেখে যাঁরা মিছিল করতে চাইছেন, ঠাট্টা করে তাঁদেরকেও এগিয়ে যেতে বলেন।