আর কয়েকদিন পরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাবে ভারতীয় দল। এই সফরে দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে বিস্তর টানাপোড়েন চলছিল। সেই সব টানাপোড়েনে ইতি টেনে আসন্ন ক্যারিবিয়ান সফরের ভারতীয় দল ঘোষিত হল গতকাল। টেস্ট, একদিনের আন্তর্জাতিক এবং টি ২০ প্রতিটি ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক থাকছেন বিরাট কোহলিই।
তবে দলে আসছে একঝাঁক নতুন মুখ। বেশ কিছু প্লেয়ারকে টেনে নেওয়া হয়েছে আইপিএল-এর সাফল্য দেখে। অন্যদিকে বহুদিন পর টেস্টে কামব্যাক করছেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সেই ২০১৮ সালের জানুয়ারি মাস। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের পরেই কাঁধে চোট পান ঋদ্ধিমান সাহা। যার ফলে দল থেকে ছিটকে যান তিনি। দলের এক নম্বর উইকেট কিপার বেরিয়ে যাওয়ার পর পার্থিব পটেল থেকে শুরু করে ঋষভ পন্থ, একাধিক উইকেট কিপার বদলছে টিম ইন্ডিয়া। কিন্তু কোহলি বারবার বলেছেন, বাংলার ঋদ্ধিই টেস্টে দেশের এক নম্বর কিপার। এবার ১৮ মাস পরে সুস্থ হয়ে ফের টেস্ট দলে জায়গা করে নিলেন ঋদ্ধি।
প্রথমে কাঁধ ও তারপর আঙুলের চোটে এক বছরের উপর মাঠের বাইরে ছিলেন ঋদ্ধিমান। সুস্থ হয়ে ফিরে রঞ্জি খেললেও দলে সুযোগ মিলছিল না। চলতি বছর আইপিএল-এও সেভাবে সুযোগ পাননি ঋদ্ধি। আর তারপরেই আশঙ্কা করা হয়েছিল, তাহলে কি ভারতীয় দলে ব্রাত্যই হয়ে গেলেন শিলিগুড়ির পাপালি! ঋদ্ধি নিজেও বারবার বলছিলেন, তিনি সুস্থ। কিন্তু দলে ডাক পাওয়া না পাওয়া তো নির্বাচকদের ব্যাপার। অবশেষে নির্বাচকদের চোখে পড়লেন তিনি। টেস্ট দলে ঋষভ থাকলেও বিরাটের প্রথম পছন্দ হবেন ঋদ্ধিমানই, এটা পরিষ্কার।
নির্বাচক সমিতির চেয়ারম্যান নিজের রাজ্যের প্রতিশ্রুতিমান উইকেটরক্ষক ভরতকে দলে ঢোকাতে চেয়েছিলেন। কিন্তু বিরাট এই প্রস্তাবকে আমল না দিয়ে ঋদ্ধিমানের পক্ষেই ভোট দেন। অধিনায়ক চাইলে নির্বাচক সমিতির চেয়ারম্যানের কিছুই করার থাকে না। আর তাই আরও একবার ভারতীয় দলে কামব্যাক করলেন ঋদ্ধিমান।