ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত বাংলায়। গেরুয়া শিবিরের তান্ডবে তটস্থ রাজ্যবাসী। কোথাও ভাঙচুর, কোথাও মারামারি আবার কোথাও বা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারে অভিযোগ। দিকে দিকে এই অবাঞ্ছিত কর্মে বারবার শিরোনামে গেরুয়া শিবির। এইবার বিজেপির জেলা সহ-সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির আভিযোগ আনল তৃণমূল কাউন্সিলর।
ঘটনাটি ঘটেছে বনগাঁয়। অভিযোগ, গত ১৬ জুলাই বনগাঁ পৌরসভা অনাস্থা ভোট শেষে ফিরছিল তৃণমূল কংগ্রেসের সমর্থক। সেই সময়ই বিজেপির জেলা সহ-সভাপতির নেতৃত্বে কিছু দুষ্কৃতি চড়াও হয় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দিপালী বিশ্বাসের ওপর। যৌন হেনস্থার অভিযোগ ওঠে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। সূত্রের খবর, দেবদাস মন্ডলের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দীপালি বিশ্বাস। সাধারণ মানুষ থেকে অন্যান্য দলীয় নেতা-কর্মী, কেউই বাদ পড়ছে না গেরুয়া আক্রোশের থেকে।