মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। তাঁদের প্রিয় দিদি ডাক দিয়েছেন কলকাতায় ২১-এর সমাবেশে জড়ো হওয়ার জন্য। আর তিনি আসবেন না তা হয় নাকি! প্রত্যেকবছর এই ২১ শে জুলাই তিনি সমাবেশে যোগ দিতে এসেছেন। আবার ফিরে গেছেন। কিন্তু এবার যে তিনি সন্তানসম্ভবা। আসবেন কি করে! এই চিন্তা মাথায় ঘুরছিলো সর্বক্ষণ। যদিও এই দুশ্চিন্তা তাঁকে ঘরবন্দি করে আটকে রাখতে পারেনি। এই অবস্থাতেই তিনি গ্রামের লোকের সাথে বাসে করে আসছিলেন কলকাতায়। আর তারমধ্যেই ঘটল এক দারুন ঘটনা। বাসেই জন্ম দিলেন ফুটফুটে এক সন্তানের। নতুন ফুল ফুটল একুশের সমাবেশের দিনেই।
এবারের লোকসভা ভোটে বিপর্যয় ঘটেছে দলের। নির্বাচনের পর শুরু হয়েছে ভাঙনও। এমনকি একুশের জমায়েত নিয়ে তৃণমূলের শীর্ষ নেতারাও উদ্বিগ্ন ছিলেন। কিন্তু এই দলে এরকম কঠোর মানসিকতার সমর্থক থাকেন, সেই দলের দুশ্চিন্তা করা মানায় না। এদিন সেই মহিলা সমর্থক সমস্ত বাধা উপেক্ষা করে আসছিলেন। জানা গেছে, বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা আসন্ন প্রসবা এই সমর্থকের নাম মেঘা সরকার। গ্রামের লোকদের সাথেই তিনি আসছিলেন একুশের সমাবেশে। আর আসার পথে বরানগরের কাছে বাসেই প্রসব করলেন সন্তান।
সূত্রের খবর, বর্ধমান থেকে একুশের সমাবেশে আসছিল তৃণমূলকর্মীদের একটি বাস। বরানগরে বিটি রোডের কাছে হঠাৎই বাসেই প্রসব যন্ত্রণা ওঠে ওই তরুণীর। আর তারপর বাসের মধ্যেই সন্তান প্রসব করেন মেঘা। বাস থামিয়ে সঙ্গে সঙ্গে মা এবং সদ্যোজাত দু’জনকেই নিয়ে যাওয়া হয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মা এবং সন্তান এখন দুজনেই ভাল আছে।