২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে ব্ল্যাকমানি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি সিপিআইএমকেও একহাত নিলেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের উদ্দেশ্যে মমতার কটাক্ষ, ‘সিপিএম এখন নতুন বোতলে পুরনো মদ৷’
প্রসঙ্গত, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে যোগ দিচ্ছে বলে বরাবরই দাবি করেন মমতা৷ মমতার অভিযোগ যে মোটেই ভ্রান্ত নয়, লোকসভা ভোট চলাকালীনই তাঁর প্রমাণ মিলেছে রাজ্যে বিভিন্ন প্রান্তে। এমনকী সিপিএমের ভোটের অধিকাংশই এবার গেছে পদ্ম চিহ্নে। যার ফলে প্রকাশ্যে এসেছে রাম-বাম সমঝোতার কথাও।
এদিন শহীদ দিবসের মঞ্চেও তাই ফের বামেদের ‘রাম’প্রীতি নিয়ে কটাক্ষ করেন মমতা। তাঁর কথায়, ‘সিপিএমকে বলিহারি! ওরা এখন নতুন বোতলে পুরনো মদ৷ পুরনো মামলাগুলি থেকে রেহাই পেতে, সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে ভিড়ছে। ৩৪ বছর ধরে অত্যাচার করে এখন বিজেপিতে গিয়ে সন্ত্রাস করছে তারা।’