একুশে জুলাইয়ের সমাবেশ বানচাল করতে বিজেপি চক্রান্ত করে লোকাল ট্রেন বাতিল করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগণার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
রবিবার সকালে শিয়ালদহ উত্তর শাখায় একাধিক ট্রেন বাতিলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ এর ফলে বহু সংখ্যক কর্মী আটকে পড়েন৷ এই পুরো ঘটনাটিকে বিজেপির চক্রান্ত বলে জানানো হয়েছে দলের তরফে৷
একুশে জুলাইয়ের সমাবেশের পরিপ্রেক্ষিতে এদিন শিয়ালদহ এবং হাওড়া শাখায় অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল। সংবাদমাধ্যমের মুখোমুখি হবে সেই বক্তব্য খারিজ করে দেন জ্যোতিপ্রিয়। উলটে তাঁর দাবি, এদিন সকালে বনগাঁ থেকে ২টি এবং বারাসত থেকে ১টি শিয়ালদহগামী ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে একুশে জুলাইয়ের সমাবেশমুখী বহু মানুষ সমস্যার মুখে পড়েন।