জন্মলগ্ন থেকেই হিন্দুরাষ্ট্রের দাবি তুলে আসছে ‘সাম্প্রদায়িক’ দল বিজেপি। যার ফলে বারবারই তাদের বিরুদ্ধে উঠেছে ধর্মীয় মেরুকরণ এবং ভাগাভাগির রাজনীতির অভিযোগ। এ নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার একুশের মঞ্চ থেকে ফের বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। রামের নাম না করেই ‘বহিরাগত’ গেরুয়া সংস্কৃতির প্রতিবাদে সরব হয়েছেন তিনি।
জয় শ্রীরাম স্লোগান নিয়ে এর আগে বাংলার রাজনীতি উত্তলা হয়ে উঠেছিল। আপাদমস্তক এই ধর্মীয় স্লোগানে লেগেছে রাজনীতির রং। বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে বিজেপি। সাম্প্রতিক সময়ে এই সমস্ত ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই নিয়েই আজ সরব হন মমতা। পরোক্ষে বুঝিয়ে দেন, শ্রীরামের সঙ্গে বাংলার কোনও যোগ নেই। এটা বিজেপির আমদানি।
তাঁর অভিযোগ, বিজেপি বাংলার মানুষের ওপরে তাদের নিজেদের মতামত চাপিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। মমতা আরও বলেন ‘মা দুর্গা নয়, মা কালী নয়, ভোলেনাথ নয়! ওঁদের দেবতা আপনার ওপর চাপিয়ে দেবে! আমি কেন চাপাতে দেব?’ কিন্তু বিজেপিকে আক্রমণ করলেও কিন্তু সচেতন ভাবে রাম নাম এড়িয়ে গিয়েছেন দুঁদে রাজনীতিক মমতা। শ্রীরামের সঙ্গে বাংলার কৃষ্টি-সংস্কৃতির যে কোনও যোগ নেই, এদিন সুকৌশলে তা বুঝিয়ে দিলেন তিনি।
উল্লেখ্য, ভোট প্রচারে বেরিয়েই মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘জয় শ্রীরাম বাংলার সংস্কৃতি নয়। আমি বন্দেমাতরমে বিশ্বাস করি, জয়হিন্দে বিশ্বাস করি, মা-মাটি-মানুষে বিশ্বাস করি, কিন্তু বিজেপির ওই জয় শ্রীরাম স্লোগানে বিশ্বাস করি না। রামকে অবশ্যই ভক্তি করি। কিন্তু রামের নামে যারা তোলাবাজি করে, তাদের ভরসা করি না।’ এবার একুশে জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে তোপ দেগে বিজেপির ‘রামনাম’কে কার্যত স্তব্ধ করে দিলেন তিনি।